বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। এর ফলে একদিকে যেমন দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, তেমনি উত্তরবঙ্গে জারি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বৃহস্পতিবার থেকে অন্তত আগামী বুধবার পর্যন্ত রাজ্যের বহু জেলায় বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। শনিবার ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। এসব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ঝড়বৃষ্টি হতে পারে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
উত্তরবঙ্গের সতর্কতা
উত্তরবঙ্গে প্রায় গোটা সপ্তাহই বৃষ্টি চলবে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকবে।
তাপমাত্রার চিত্র
বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি বেশি।