ভোর ও রাতের তাপমাত্রা পতন। বেলায় প্রখর রোদের তাপে তীব্র গরম। ফাল্গুনে তাপমাত্রা লাগাতার ওঠাপড়া লেগেই রয়েছে। চলতি সপ্তাহে এই আবহাওয়া থাকবে। আজও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী পাঁচদিন একইরকম আবহাওয়া থাকবে। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৩টি জেলায়।
আগামী সপ্তাহে চড়বে পারদ
আগামী সপ্তাহে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যাবে। সোমবার থেকে পারদ থাকবে ঊর্ধ্বমুখী। মার্চের দ্বিতীয় সপ্তাহে নাতিশীতোষ্ণ আবহাওয়া বিদায় নিতে চলেছে। গরমের দাপট শুরু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিসের আরও পূর্বাভাস, চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের তিন জেলায়। আজ থেকেই দার্জিলিং, কালিম্পঙে ঝড়বৃষ্টি শুরু হবে। শুক্র এবং শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী দু'দিনে আরও কিছুটা তাপমাত্রা কমতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।