Advertisement

Weather Update: কত ডিগ্রি তাপমাত্রা নামবে আপনার জেলায়? আগামী ৫ দিনের পূর্বাভাস

কলকাতা সহ উত্তর-দক্ষিণবঙ্গের বহু জেলায় ইতিমধ্যেই পারদ ১৫ ডিগ্রির নিচে নেমে গেছে। আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে বাতাসে শীতের ছোঁয়া থাকবে, সেই আমেজও টের পাবেন রাজ্যবাসী।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Dec 2025,
  • अपडेटेड 4:28 PM IST
  • উপকূলের কাছে এসে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় দিতওয়া এখন নিম্নচাপে পরিণত হয়েছে।
  • একইসঙ্গে উত্তর-পশ্চিম ভারতে টানা পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দক্ষিণবঙ্গের শীতের আমেজ কিছুটা হলেও ম্লান হয়েছে।

উপকূলের কাছে এসে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় দিতওয়া এখন নিম্নচাপে পরিণত হয়েছে। একইসঙ্গে উত্তর-পশ্চিম ভারতে টানা পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দক্ষিণবঙ্গের শীতের আমেজ কিছুটা হলেও ম্লান হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, চিন্তার কিছু নেই। আজ, বুধবার থেকেই ফের নামতে শুরু করবে তাপমাত্রা। সপ্তাহান্তে পারদ আরও ৩ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা।

বুধবার দক্ষিণবঙ্গের মধ্যে শ্রীনিকেতন ছিল সবথেকে ঠান্ডা। সকালবেলার তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে নেমেছে ৫.০ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি। তবে বুধবার থেকেই হাওয়া বদল শুরু হতে পারে। এবং পরবর্তী কয়েক দিনে ধীরে ধীরে নামবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে মোট দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত পারদপতন সম্ভব। চলতি সপ্তাহের শেষেই কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে।

উত্তরবঙ্গেও তাপমাত্রা সামান্য বেড়েছে। যদিও উত্তরে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনাও নেই। আপাতত সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

কলকাতা সহ উত্তর-দক্ষিণবঙ্গের বহু জেলায় ইতিমধ্যেই পারদ ১৫ ডিগ্রির নিচে নেমে গেছে। আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে বাতাসে শীতের ছোঁয়া থাকবে, সেই আমেজও টের পাবেন রাজ্যবাসী।

 

Read more!
Advertisement
Advertisement