ভ্যাপসা গরম অব্যাহত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও দহনজ্বালা থেকে রেহাই মিলছে না। এই পরিস্থিতিতে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। টানা ৭ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, মাস শেষ হলেই বর্ষার আগমনের সময়। গরম থেকে বাঁচতে বর্ষার অপেক্ষায় বঙ্গবাসী। এ বছর মে মাসের শেষে আবার ঘূর্ণিঝড় তৈরি হবে কি না, সেদিকেও নজর থাকছে।
কবে কোন কোন জেলায় বৃষ্টি?
হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ২২ মে পর্যন্ত রোজ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
আজ থেকে ২২ মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। ব
কেমন থাকবে তাপমাত্রা?
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না।তারপরে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমতে পারে।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৫ শতাংশ এবং ন্যূনতম ৫৮ শতাংশ।