Advertisement

Bengal Rain Forecast: এখনই থামবে না বৃষ্টি, আজও ৯ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা; জানাল হাওয়া অফিস

টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। বিরামহীন বৃষ্টি, জমা জলে অফিস-কাছারি যাওয়া আসা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় সকলেরই প্রশ্ন কবে কমবে ভারী বৃষ্টি? খানিক বিরতি মিলবে কবে? আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে নিম্নচাপ বর্তমানে ঝাড়খণ্ডের দিকে সরছে। কাল রাতেই বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব সরেছে। গাঙ্গেয় পশ্চিমাঞ্চলের জেলার ওপর থেকেও নিম্নচাপ ক্রমশ সরছে।

আবহাওয়ার খবরআবহাওয়ার খবর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jul 2025,
  • अपडेटेड 6:57 AM IST

টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। বিরামহীন বৃষ্টি, জমা জলে অফিস-কাছারি যাওয়া আসা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় সকলেরই প্রশ্ন কবে কমবে ভারী বৃষ্টি? খানিক বিরতি মিলবে কবে? আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে নিম্নচাপ বর্তমানে ঝাড়খণ্ডের দিকে সরছে। কাল রাতেই বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব সরেছে। গাঙ্গেয় পশ্চিমাঞ্চলের জেলার ওপর থেকেও নিম্নচাপ ক্রমশ সরছে।

দক্ষিণবঙ্গে এখনই কমছে না বৃষ্টি
আজ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সবক'টি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা।

আগামী সপ্তাহে সোমবারের আগে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ থাকবে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। ১৪ জুলাইয়ের পর থেকে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করবে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
শুধু দক্ষিণবঙ্গই নয়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি। 

Read more!
Advertisement
Advertisement