Advertisement

Bengal Weather Update: খানিক শীত বিরতি, সপ্তাহান্তেই আবহাওয়ার ভোলবদলের পূর্বাভাস; রইল আপডেট

মাঘে নেই শীত। পর পর পশ্চিমি ঝঞ্ঝার দাপটে শীতের আমেজে বাধা। আগামী তিনদিন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকবে জেলাগুলি। তবে শীত বিদায় এখনই হচ্ছে না। শীতের দাপুটে ব্যাটিং আরও কিছুটা বাকি। আবার কবে থেকে তামপাত্রা কমবে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়ার খবরআবহাওয়ার খবর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jan 2025,
  • अपडेटेड 7:14 AM IST

মাঘে নেই শীত। পর পর পশ্চিমি ঝঞ্ঝার দাপটে শীতের আমেজে বাধা। আগামী তিনদিন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকবে জেলাগুলি। তবে শীত বিদায় এখনই হচ্ছে না। শীতের দাপুটে ব্যাটিং আরও কিছুটা বাকি। আবার কবে থেকে তামপাত্রা কমবে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আগামী দু’দিনে  সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানা গেছে। তবে সপ্তাহান্তে ফের শীতের আমেজ ফিরবে বলে পূর্বাভাস। চলতি সপ্তাহে শনি ও রবিবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে আবহাওয়া সম্পূর্ণ অন্যরকম। উত্তরের কিছু জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পূর্ব বাতাসের সঙ্গে জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে। পুবালি হাওয়ার দাপট ক্রমশ বাড়ছে। 

বুধবার অর্থাৎ আজ সকাল থেকে উত্তরবঙ্গে বেশকিছু জেলায় কুয়াশার দাপট থাকবে। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে।

দক্ষিণবঙ্গেরও ঘন কুয়াশার সতর্কতা জারি করল হাওয়া অফিস। কুয়াশা বেশি থাকবে উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে।

আজ দক্ষিণবঙ্গের জেলাতেও থাকবে কুয়াশার দাপট। বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে থাকবে কুয়াশার দাপট। 

বুধবার থেকে সব জেলাতেই বাড়তে পারে তাপমাত্রা। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

Read more!
Advertisement
Advertisement