Advertisement

West Bengal Weather Forecast: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির 'অ্যালার্ট'

আরব সাগরের নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। কঙ্কন উপকূল এলাকায় এটি অবস্থান করছে। উত্তরমুখী হয়ে এটি আরও শক্তিশালী হবে। নিম্নচাপটি আরও শক্তিশালী হতে চলেছে ২৭ মে। তবে তার আগে থেকেই ভারী ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ আরও বেশ কিছু জেলায়। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আজকের আবহাওয়ার খবর।

আবহাওয়ার খবরআবহাওয়ার খবর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 May 2025,
  • अपडेटेड 6:58 AM IST

আরব সাগরের নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। কঙ্কন উপকূল এলাকায় এটি অবস্থান করছে। উত্তরমুখী হয়ে এটি আরও শক্তিশালী হবে। নিম্নচাপটি আরও শক্তিশালী হতে চলেছে ২৭ মে। তবে তার আগে থেকেই ভারী ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ আরও বেশ কিছু জেলায়। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আজকের আবহাওয়ার খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামী তিনদিন বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ, শনি ও রবিবার ঝড়বৃষ্টি থাকবে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দিনভর মেঘলা আকাশ থাকবে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টি হবে। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিভিন্ন জেলাতে। 

বুধবার বৃষ্টি  বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস খুশির খবর জানিয়েছে। মৌসুমী রেখা অর্থাৎ বর্ষা আগামী ৪৮ ঘণ্টায় কেরলে প্রবেশ করতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। সেই সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শনি ও রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির রয়েছে।

Read more!
Advertisement
Advertisement