অস্বস্তিকর গরমের আবহেই স্বস্তির খবর। আর তিনদিন পর আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। যে কারণে ভ্যাপসা গরম থেকে খানিকটা রেহাই মিলবে। দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় গত মঙ্গলবার থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে। গরম থেকে রেহাই পায়নি মালদাও।
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মালদার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি ছিল। ফলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি বেশি ছিল। তবে আরও দু'দিন তাপমাত্রা একই থাকতে চলেছে। এরপরই আবহাওয়ার বদল হবে, জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে আবহাওয়া বদল
আগামী দু'তিন দিন তাপপ্রবাহের পরিস্থিতি চলবে গোটা দক্ষিণবঙ্গে। এরপর শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কমতে শুরু করবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূ্র্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার বেশ কিছু জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এরপর থেকে টানা পাঁচদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কিছু জায়গায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
উত্তরবঙ্গের আবহাওয়া
তাপপ্রবাহ পরিস্থিতি চলছে উত্তরের মালদাতেও। আরও তিনদিন তাপপ্রবাহ থাকবে উত্তরের এই জেলায়। শনিবার থেকে বদলাবে আবহাওয়া। স্বস্তি নামবে এই জেলায়। এর পাশাপাশি দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পংয়ে আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। আগামী তিন-চারদিন একই আবহাওয়া থাকতে চলেছে।