ষষ্ঠীতে কাটল দুর্যোগের মেঘ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূল দিয়ে আজ ছত্তীশগঢ়ের দিকে এগোচ্ছে। তার খানিকটা প্রভাব পড়বে বাংলায়। যার জেরে আগামী দু'দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দু'দিন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে অষ্টমী ও নবমীতে রয়েছে ভারী বৃষ্টির ভ্রূকুটি।
এই দু'দিনের প্যান্ডেল হপিং মাটি করতে পারে নিম্নচাপের বৃষ্টি। কবে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা? জানুন।
ষষ্ঠী ও সপ্তমীতে কেমন থাকবে আবহাওয়া?
আজ, রবিবার ষষ্ঠীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সপ্তমী ও মঙ্গলবার অষ্টমীতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। প্রতিটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হতে পারে।
নবমীর নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বৃষ্টি বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার পুজো মন্ডপগুলি ঝড়বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে।
অষ্টমী ও নবমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, অষ্টমীতে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে নবমী রাত থেকে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে। অষ্টমীর দিন যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবেই দশমীতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গের আটটি জেলায় সতর্কতা রয়েছে। সেদিন কলকাতা-সহ ১১ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিকে ভারী বৃষ্টি নিয়ে সতর্ক করছে আবহাওয়া দফতর। উত্তর-পূর্ব ভারতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ, ষষ্ঠীতে দিনভর কেমন থাকবে আবহাওয়া?
আজ অর্থাৎ ষষ্ঠী থেকে বৃষ্টি কমতে পারে। তবে একেবারে বৃষ্টি হবে না, এমন নিশ্চয়তা দিতে পারছেন না আবহবিদরা। আর্দ্রতাজনিত অস্বস্তি সঙ্গে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তাঁরা বলছেন, ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমী পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। প্রতিটি জেলাতেই কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা।