বৃষ্টির সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিতে কাটবে দুর্গাপুজোর বাকি পাঁচদিন। কার্যত, আজ থেকে বাঙালির উৎসব শুরু। তবে এবার প্রতিদিনই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। প্রতিদিনই হালকা পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে প্রায় প্রতিটি জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি কোনও কোনও জেলায় দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।
তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয়বাষ্প থাকায় সপ্তাহ জুড়ে অস্বস্তি হতে পারে। তবে রাতে ও সকালের দিকে আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে।
আজ পঞ্চমী-ষষ্ঠীতে কেমন আবহাওয়া?
পঞ্চমী-ষষ্ঠীতে কিছু এলাকায় স্থানীয়ভাবে দু'এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বিক্ষিপ্তভাবেই দু'এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। একনাগাড়ে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে। মঙ্গলবার থেকে ১০ অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকবে। ১১ ও ১২ অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা।
রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে।
ঘূর্ণাবর্ত
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ঘূর্ণাবর্ত ক্রমশ সরছে। এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর যা দক্ষিণ অন্ধপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূল এলাকায়। পঞ্জাবে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝা শুরু হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনভর মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। মূলত আংশিক মেঘলা আকাশ। কোনো কোনো জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।