Advertisement

West Bengal Weather: চড়ছে পারদ, আজ বৃষ্টি ২ জেলায়; সরস্বতী পুজোতেও বৃষ্টির পূর্বাভাস? আবহাওয়ার খবর

রাজ্যে লাগাতার কয়েকদিন ধরে কমছে শীত। আজ, বৃহস্পতিবার আরও কয়েক ডিগ্রি চড়ল তাপমাত্রা। আপাতত তিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে। তার মানে কি সরস্বতী পুজো কাটলেই শীত বিদায়? এরই মধ্যে আজও ২ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী কয়েকদিন কেমন থাকবে তাপমাত্রা? জেনে নিন।

আবহাওয়ার খবরআবহাওয়ার খবর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jan 2025,
  • अपडेटेड 7:03 AM IST

রাজ্যে লাগাতার কয়েকদিন ধরে কমছে শীত। আজ, বৃহস্পতিবার আরও কয়েক ডিগ্রি চড়ল তাপমাত্রা। আপাতত তিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে। তার মানে কি সরস্বতী পুজো কাটলেই শীত বিদায়? এরই মধ্যে আজও ২ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী কয়েকদিন কেমন থাকবে তাপমাত্রা? জেনে নিন।

আজ, কলকাতায় আগামী দেড় সপ্তাহে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। সরস্বতী পুজোতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে খানিকটা বেশি থাকতে পারে। আগামী তিন দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। তবে তারপরের দু’দিন তাপমাত্রা একই রকম থাকবে। আপাতত আর জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস নেই। দিনের তাপমাত্রা ২৬ থেকে বেড়ে আগামী দু'দিনে ২৯ ডিগ্রি থাকতে পারে। সরস্বতী পুজোর সকালে হালকা কুয়াশা থাকবে৷ তাপমাত্রা কমবে না। আবহাওয়া শুষ্কই থাকবে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শীত বিদায় নিতে পারে বলে মনে করা হচ্ছে।

আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। বেলা বাড়লে কুয়াশা কাটবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৯ ও ২১ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, উত্তরবঙ্গে আজও উত্তরবঙ্গের দু'জেলায় দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে তুষারপাতও হবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে কুয়াশার দাপট নেই। সেই সঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া।
 

Read more!
Advertisement
Advertisement