
নভেম্বরের শেষে হালকা শীতের শিরশিরানি অনুভব করছে রাজ্যবাসী। এখনও কনকনে ঠান্ডা আসতে ঢের দেরি। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রির নীচে নেমেছিল ঠিকই। তবে বুধবার সকাল থেকে পারদ খানিকটা চড়ল।
একেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় 'সেনিয়ার'। যার প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী ২ দিন ঝোড়ো হাওয়া-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। অন্যদিকে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে কোমোরিন ও শ্রীলঙ্কা উপকূল এলাকায়।
বাংলায় ঘূর্ণিঝড় 'সেনিয়ার'র কী প্রভাব?
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের আবহাওয়ায় খানিকটা বদল দেখা যেতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা শীত ও দিনের বেলায় আর্দ্রতার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। বৃহস্পতিবারের পর রাজ্যের উপকূল ও লাগোয়া কিছু জেলায় মেঘলা আকাশ এবং সামান্য বৃষ্টির সম্ভবনা রয়েছে। সপ্তাহান্তে বাড়তে পারে জলীয় বাষ্পের পরিমাণ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা কমেছিল। তবে আজ থেকে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে। অর্থাৎ সপ্তাহ শেষে ফের গরমের অনুভূতি বাড়বে বলেই আবহাওয়াবিদদের পূর্বাভাস। আজ, ২৬ নভেম্বর কলকাতায় তাপমাত্রা রয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু'দিন তাপমাত্রা বড় কোনও পরিবর্তন নেই।
উত্তরবঙ্গের খবর
উত্তরবঙ্গেও তাপমাত্রার কোনও হেরফের নেই। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। প্রতিটি জেলা শুষ্ক থাকবে। আগামী দু'দিনে তাপমাত্রা খানিকটা চড়তে পারে।