Advertisement

Weather Update Today: রবি থেকে ফের শুরু দুর্যোগ, ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস; জন্মাষ্টমীতে কেমন আবহাওয়া?

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। ফলে সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। জন্মাষ্টমীতে দিনভর কেমন আবহাওয়া থাকবে? কোথায়, কোন জেলায় দুর্যোগের কতটা প্রভাব পড়বে? জানুন। 

আজকের আবহাওয়ার খবরআজকের আবহাওয়ার খবর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Aug 2025,
  • अपडेटेड 7:39 AM IST

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। ফলে সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। জন্মাষ্টমীতে দিনভর কেমন আবহাওয়া থাকবে? কোথায়, কোন জেলায় দুর্যোগের কতটা প্রভাব পড়বে? জানুন। 

দক্ষিণবঙ্গে আবহাওয়া আপডেট
দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জন্মাষ্টমীতে প্রতি বছরই বৃষ্টি হয়। এবারও এর অন্যথা পবে না। আজ, শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় এক-দু' জায়গায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। রোদ-মেঘের খেলা চলবে দিনভর।

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি
বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিন্তু রবিবার থেকে ফের দুর্যোগ শুরু উত্তরবঙ্গে। রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি চলবে। প্রবল বৃষ্টিতে ধস নামার পূর্বাভাস।

Read more!
Advertisement
Advertisement