ভোর আর রাতের দিকে শীত শীতভাব আর কিছুদিনের মধ্যেই কাটতে চলেছে। গ্রীষ্মের দাবদাহ কড়া নাড়ছে। চলতি সপ্তাহেই দাপিয়ে গরম পড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। দোলের দিন থেকেই ৩৫ ডিগ্রি ছাড়াবে পারদ আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু জেলায়।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে এই সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত শুষ্ক আবহাওয়া থাকে। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। আগামী দু-তিন দিনে কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছোঁবে। অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে। আগামী চার পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সুতরাং, দোলের দিনথেকে গরমের অনুভূতি পাবে গোটা দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে উত্তরবঙ্গে দোল-হোলি মাটি করতে পারে বৃষ্টি। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার কিছু অংশে বৃষ্টি হতে পারে। এরপর ১৩ থেকে ১৫ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ১৪ মার্চ হোলিতে ৪ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। তিন জেলায় হলুদ সতর্কতা রয়েছে। ১৫ মার্চ পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। এরপর আবহাওয়া শুষ্ক হবে। উত্তরেও আগামী ৩-৪ দিনে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পাবে।