Advertisement

Durga Puja Rain: ফের আবহাওয়া বদল, অষ্টমীতে শুরু দুর্যোগ; সপ্তমী কেমন কাটবে?

বঙ্গোপসাগরে দুর্যোগ কাটায় সপ্তমী পর্যন্ত আবহাওয়া ভালো থাকার সুখবর শুনিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। সেইসঙ্গে হাওয়া অফিস এও জানিয়েছিল, আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আজই। যার ফলে নবমীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তমীতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার খবরআবহাওয়ার খবর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2025,
  • अपडेटेड 6:59 AM IST

বঙ্গোপসাগরে দুর্যোগ কাটায় সপ্তমী পর্যন্ত আবহাওয়া ভালো থাকার সুখবর শুনিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। সেইসঙ্গে হাওয়া অফিস এও জানিয়েছিল, আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আজই। যার ফলে নবমীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তমীতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ
অষ্টমীতে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ হতে পারে। ফলে নবমীতে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে। অষ্টমীর দিন যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে বলে মনে করা হচ্ছে, তার প্রভাবেই দশমীতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের আটটি জেলায়। সেদিন কলকাতা সহ ১১ জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের জেলাগুলিকে ভারী বৃষ্টি নিয়ে সতর্ক করছে আবহাওয়া দফতর। উত্তর-পূর্ব ভারতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সপ্তমীতে দিনভর কেমন আবহাওয়া থাকবে?
আজ সপ্তমী, ২৯ সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বা দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সব জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। কলকাতায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

৩০ সেপ্টেম্বর, অষ্টমীতে কেমন থাকবে আবহাওয়া
উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম,পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং দক্ষিণবঙ্গের নদিয়া জেলার এক বা দু'টি স্থানে বজ্রবিদ্যুৎ, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া সহ অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। অষ্টমী পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উত্তরেও নবমী থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

Read more!
Advertisement
Advertisement