টানা বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ। দিন দুয়েক বিরতির পর কাল থেকে ফের নেমেছে নিম্নচাপের বৃষ্টি। এই মুহূর্তে নিম্নচাপ রয়েছে ছত্তিসগঢ়ে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে দূরে ওড়িশার কলিঙ্গপত্তনম দিয়ে মধ্য বঙ্গোপসাগরে রয়েছে। যা প্রভাব ফেলেছে পশ্চিমবঙ্গের উপকূলের অংশে। ফলত আজ ও কাল দু'দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বঙ্গে। কোথায় কতটা বৃষ্টি? কতদিন চলবে? দেখে নিন।
দক্ষিণবঙ্গে দু'দিন ব্যাপী বৃষ্টি
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায় আজ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো দমকা হাওয়া বইবে। শনিতে হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে।
রবিবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে এখন আর ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আজ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
সোমবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। বৃষ্টির পরিমাণ কমবে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার দুপুর পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি বেশি থাকবে। দার্জিলিং সহ ওপরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। শনিবার বিকেল থেকে এই জেলাগুলিতে বৃষ্টি খানিকটা কমবে। এই দুই জেলায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।