ঘোর বর্ষার মরসুম চললেও এখনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দেখা মেলেনি। সেই হিসেবে উত্তরবঙ্গে মাঝেমধ্যেই ভারী বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের জন্য আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিবর্তের কারণে সপ্তাহ শেষেই ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে বৃষ্টি কতদিন চলবে তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আগামী ৪৮ ঘণ্টায় রেড অ্যালার্ট জারি রয়েছে। এছাড়াও, কালিম্পং এবং কোচবিহারে অরেঞ্জ অ্যালার্ট এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হওয়ায় অনেক স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবারের পর উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। তখন দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধির পরিস্থিতি তৈরি হবে।
উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত চলতি সপ্তাহেই তৈরি হচ্ছে। এর জেরে সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে খুব বেশি মাত্রায় বৃষ্টি হবে কি না তা নির্ভর করছে পরবর্তী ঘূর্ণাবর্তের গতি-প্রকৃতির উপর। এছাড়ও রবিবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এটি পরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগলে স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি এখনও প্রচুর। উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। রবিবারে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। যার কারণে সর্বোচ্চ তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।