এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলবর্তী এলাকায় তৈরি হয়েছে একটি নিম্নচাপ ক্ষেত্র। যার প্রভাবে দক্ষিণবঙ্গে আরও কয়েকদিন বৃষ্টি হবে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে পুরোপুরি ঢুকে গিয়েছে বর্ষা। রবিবার ভোর থেকেই কয়েকটি জেলাতে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। ফলে গরম থেকে মিলেছে স্বস্তি। তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি নেমেছে। বৃষ্টি হওয়ায় দিন ও রাতের দুই তাপমাত্রাই কমতে শুরু করবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
হাওয়া অফিস জানিয়েছে, বর্ষা পুরোপুরি রাজ্যে প্রবেশ করে যাওয়ার কারণে এখন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। সে কারণে মৎস্যজীবীদের রবিবার এবং সোমবার গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস।
কলকাতার ক্ষেত্রে মূলত মেঘলা আকাশ,বিক্ষিপ্তভাবে দু'এক পশলা বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে তুলনামূলক ভাবে ভারী বৃষ্টি হতে পারে।