Advertisement

শহরজুড়ে 'শীতের মরশুম', জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে শীত বাড়বে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় পতন হয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রারও। শনিবার দিনের গড় তাপমাত্রা কমে হয় ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াসে।

শহরজুড়ে 'শীতের মরশুম', জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?শহরজুড়ে 'শীতের মরশুম', জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2025,
  • अपडेटेड 6:39 AM IST
  • সোমবার রাতের মধ্যে কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে
  • বুধবারের মধ্যে তা নেমে ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে

আরও নামল তাপমাত্রার পারদ। আবহাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল যে রাজ্যে শীত ধীরে ধীরে জাঁকিয়ে বসবে। সেই দিকেই এগিয়ে চলেছে। রবিবার তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। রীতিমতো শীত লাগছে। যার কারণে গরম জামাকাপড় পরতে হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে শীত আরও বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও নামবে। উত্তরবঙ্গের এক বা দুই জায়গা বাদ দিলে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।  

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে শীত বাড়বে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় পতন হয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রারও। শনিবার দিনের গড় তাপমাত্রা কমে হয় ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতা ও সংলগ্ন এলাকায় রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ২০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাতের মধ্যে কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে। বুধবারের মধ্যে তা নেমে ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। বুধবার থেকে আগামী সপ্তাহ টানা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে।

শনিবার উত্তরবঙ্গের এক বা দুই জায়গায় অতি হালকা বৃষ্টি হয়েছে। রাজ্যের বাকি অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। প্রধানত শুষ্ক আবহাওা থাকবে আগামী কয়েকদিন। দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে। রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement