রাজ্যে শীতের আগমন ঘনিয়ে আসছে। চলতি সপ্তাহের শেষেই আবহাওয়ায় বদল আসতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। শীতের আমেজ পেতে দক্ষিণবঙ্গে আর বেশি দিন বাকি নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার থেকে উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে। এতে রাতের দিকে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
আজ, বুধবারের আবহাওয়ার পরিস্থিতি দেখে বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আকাশ পরিষ্কার থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে একটু বেশি। তবে শীতের হিমেল বাতাস আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অনুভূত হতে পারে। এর ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে নামতে শুরু করবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
এদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হবে, যা প্রধানত তামিলনাডু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রভাব ফেলতে পারে। এই নিম্নচাপের কারণে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল ২২ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এছাড়া, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৯ থেকে ৯৪ শতাংশের মধ্যে থাকায় আর্দ্রতা থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা দেখা যেতে পারে। তবে আগামী কয়েকদিনের মধ্যে হাওয়া পরিবর্তন হলে শীতের পরশ আরও জোরালো হতে পারে।