বছর শেষে শীতের ফিরে আসার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তুরে হাওয়ার প্রবাহে এক ধাক্কায় তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে চলেছে। নতুন বছরের শুরুতেও বজায় থাকবে এই শীতল পরিবেশ। পাশাপাশি, কুয়াশার চাদরে ঢেকে যেতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলা।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা এখনও শীতের প্রকোপকে সেভাবে অনুভব করতে দিচ্ছে না। কিন্তু, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হলেও মঙ্গলবার থেকে তাপমাত্রা দ্রুত নামতে শুরু করবে। বছরের শেষে কলকাতার পারদ ১৪ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার অবস্থা:
আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া বজায় থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। পুরুলিয়ার তাপমাত্রা ইতিমধ্যেই বেশ কম। রবিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের পূর্বাভাস:
উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া চলবে। তবে দার্জিলিঙের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। বাকি জেলাগুলিতেও শীতের আমেজ বজায় থাকবে। বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বছরের শেষ ও নতুন বছরের শুরুটা শীতের আসল রূপের দেখা পেতে চলেছে। এখনই শীতের পোশাক বের করে প্রস্তুত থাকার সময়। শহর থেকে গ্রাম, সকালের কুয়াশা ও রাতে কমে আসা তাপমাত্রা শীতের প্রকোপকে আরও বাড়াবে।