Advertisement

শ্রীনিকেতনে ৫ ডিগ্রি, আপনার জেলায় কত? জানুন IMD আপডেট

কলকাতায় আজও হাড় কাঁপানো ঠান্ডা। স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নীচেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আর শুধু কলকাতা নয়, সারা বাংলারই আবহাওয়ার খবর একই রকম। সর্বত্রই উত্তুরে হাওয়া চালিয়ে ব্যাটিং করছে। তাই আর সময় নষ্ট না করে কলকাতা সহ আজ জেলায় জেলায়সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল, সেই সম্পর্কে বিশদে জেনে নিন।

পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শীত কেমন?পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শীত কেমন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jan 2026,
  • अपडेटेड 10:56 AM IST
  • কলকাতায় আজও হাড় কাঁপানো ঠান্ডা
  • স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নীচেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা
  • শুধু কলকাতা নয়, সারা বাংলারই আবহাওয়ার খবর একই রকম

কলকাতায় আজও হাড় কাঁপানো ঠান্ডা। স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নীচেই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আর শুধু কলকাতা নয়, সারা বাংলারই আবহাওয়ার খবর একই রকম। সর্বত্রই উত্তুরে হাওয়া চালিয়ে ব্যাটিং করছে। তাই আর সময় নষ্ট না করে কলকাতা সহ আজ জেলায় জেলায়সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল, সেই সম্পর্কে বিশদে জেনে নিন।

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কত?

আজ কলকাতার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের থেকে ১.৮ কম। শুধু তাই নয়, এ দিন দমদমের তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি। সেটাও স্বাভাবিকের থেকে কম। আর সল্টলেকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কলকাতা এবং তার আশপাশের জায়গায় আজ শীত ভালই খেল দেখিয়েছে।

জেলায় জেলায় কী খবর?

এ দিন মুর্শিদাবাদের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পুরুলিয়া ৮ ডিগ্রি, শান্তিনিকেতন ৮.৪ ডিগ্রি, শ্রীনিকেতন ৫.৬ ডিগ্রি, আসানসোল ৯.৩ ডিগ্রি, অশোকনগর ৯.৩ ডিগ্রি, বহরমপুর ৯ ডিগ্রি, ডায়মন্ডহারবার ১০.৮ ডিগ্রি, দিঘা ৯.৪ ডিগ্রি, কৃষ্ণনগর ১০ ডিগ্রি ও মুর্শিদাবাদ ৮.৩ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

উত্তরবঙ্গেও হাড় কাঁপানো শীত

উত্তুরে হাওয়ায় কাঁপছে গোটা উত্তরবঙ্গ। শৈলশহর দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৪ ডিগ্রি। এছাড়া কালিম্পং ১০ ডিগ্রি, কোচবিহার ৭ ডিগ্রি, মালদা ৯.৮ ডিগ্রি ও শিলিগুড়িতে ৯ ডিগ্রি তাপমাত্রা।

নিম্নচাপের বিপদ

আসলে দক্ষিণ বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। সেটি এখন সুস্পষ্ট গভীর নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে যাবে।

যদিও নিম্নচাপের কথা শুনেই মন খারাপ করবেন না। কারণ, নিম্নচাপের প্রত্যেক্ষ কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না বলেই খবর। যার ফলে গোটা রাজ্যে মোটামুটি উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে। অর্থাৎ সোজা ভাষায় শীত উপভোগ করা সম্ভব হবে।

বাড়তে পারে তাপমাত্রা

বিশেষজ্ঞদের মতে, শনিবার পর্যন্ত মোটের উপর একই রকম থাকবে আবহাওয়া। অর্থাৎ যেমন শীত উপভোগ করছেন, সেটা বজায় থাকবে। কিন্তু রবিবার থেকে একটু একটু করে তাপমাত্রা বাড়তে পারে। যদিও সেই কারণে শীত উধাও হবে না। কিছুটা তাপমাত্রা বাড়তে পারে।

Advertisement

আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সর্বত্রই কুয়াশার দাপট চলবে। ভোর এবং সকালের দিকে কমবে দৃশ্যমানতা। তাই এই সময় সাবধান হতে হবে। নইলে বিপদ নিশ্চিত।

Read more!
Advertisement
Advertisement