Advertisement

Nandini Chakravorty: মন্ত্রীর সঙ্গে সংঘাত, রাজভবন বিতর্ক, চিনে নিন রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে

রাজ্যের মুখ্যসচিব পদের দায়িত্ব পেলেন আইএএস নন্দিনী চক্রবর্তী। বৃহস্পতিবার তিনি এই পদে দায়িত্ব নেবেন। স্বরাষ্ট্রসচিব পদের দায়িত্ব নেবেন জগদীশ মিনা। এর আগে স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন নন্দিনী। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হয়ে বড় দায়িত্ব পেলেন বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থ। 

 আইএএস নন্দিনী চক্রবর্তী আইএএস নন্দিনী চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jan 2026,
  • अपडेटेड 11:01 AM IST

রাজ্যের মুখ্যসচিব পদের দায়িত্ব পেলেন আইএএস নন্দিনী চক্রবর্তী। বৃহস্পতিবার তিনি এই পদে দায়িত্ব নেবেন। স্বরাষ্ট্রসচিব পদের দায়িত্ব নেবেন জগদীশ মিনা। এর আগে স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন নন্দিনী। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হয়ে বড় দায়িত্ব পেলেন বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থ। 

কে এই নন্দিনী চক্রবর্তী?
রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। সেইসঙ্গে প্রথম মহিলা বাঙালি  মুখ্যসচিবও। তিনি ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার।  বাঁকুড়ার বিষ্ণুপুরের মহকুমা শাসক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর বর্ধমানের মহকুমা শাসকের পদও তিনি সামলেছেন। এর পরে বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক হন। হাওড়ার জেলাশাসকও ছিলেন তিনি। এছাড়াও, রাজ্য সরকারের একগুচ্ছ দফতরের সচিবের দায়িত্বে তিনি ছিলেন। সামলেছেন স্বাস্থ্য দফতর, কেএমডিএ, শিল্প দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর, পর্যটন দফতর, সুন্দরবন বিষয়ক দফতর, বায়ো টেকনোলজি, খাদ্য প্রক্রিয়াকরণ দফতরও। 

নন্দিনী চক্রবর্তীকে বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ঘনিষ্ঠ' তকমা দেন। অতীতে তিনি রাজ্যপালের প্রধান সচিব হিসেবেও দায়িত্ব সামলেছেন ৷ সেই সময় রাজভবন ও নবান্নের মধ্যে তাঁকে নিয়ে অনেক টানাপড়েন হয়। রাজ্যপাল সি ভি আনন্দ বোস নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিয়েছিলেন। এর পর তাঁকে সরিয়ে পর্যটন এবং ২০২৩ সালে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দেওয়া হয় নন্দিনীকে৷

শাসকদলের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন নন্দিনী
বর্তমানে শাসক ঘনিষ্ঠ বলে পরিচিত হলেও আগে সংঘাতে জড়িয়েছিলেন তিনি। তৎকালীন সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরাকে নিয়ে বিবাদ হয়। তাঁর আমলে কিছু দুর্নীতির অভিযোগ ওঠে। সেই দুর্নীতি আটকাতে গিয়েই নন্দিনীকে পদ থেকে সরতে হয়েছিল। মন্ত্রী মন্টুরাম পাখিরা মুখ্যমন্ত্রীর কাছে তাঁর নামে অভিযোগের পর নন্দিনীকে সরিয়ে অন্য দফতরে দেওয়া হয়।

প্রসঙ্গত, চলতি বছরে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের প্রশাসনিক স্তরে বড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই মেয়াদ শেষ হয়েছে বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থের৷ গত জুন মাসে তাঁর অবসর নেওয়ার কথা ছিল, তবে কেন্দ্রের অনুমোদনে তাঁকে ছ'মাসের এক্সটেনশন করা হয় ৷ এদিন সেই মেয়াদ শেষ হয়৷ ১৯৯১ ব্যাচের আইএএস মনোজ পন্থ। এর আগে তিনি অর্থসচিব ছিলেন ৷ পাশাপাশি ভূমি এবং ভূমি সংস্কার দফতরের দায়িত্বও সামলেছেন ৷

Advertisement

Read more!
Advertisement
Advertisement