Advertisement

BSF-Mamata Banerjee : 'ফিরিয়ে আনার সবরকম চেষ্টা করছি', পাকিস্তানে আটকে থাকা জওয়ানের স্ত্রীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

রিষড়ার বাসিন্দা BSF জওয়ান পূর্ণম সাউকে এখনও ফেরায়নি পাকিস্তান। তা নিয়ে উদ্বিগ্ন জওয়ানের পরিবার। তবে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

mamata banerjeemamata banerjee
Aajtak Bangla
  • হুগলি,
  • 12 May 2025,
  • अपडेटेड 1:57 PM IST
  • রিষড়ার বাসিন্দা BSF জওয়ান পূর্ণম সাউকে এখনও ফেরায়নি পাকিস্তান।
  • তা নিয়ে উদ্বিগ্ন জওয়ানের পরিবার

রিষড়ার বাসিন্দা BSF জওয়ান পূর্ণম সাউকে এখনও ফেরায়নি পাকিস্তান। তা নিয়ে উদ্বিগ্ন জওয়ানের পরিবার। তবে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। রবিবার রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় জওয়ানের স্ত্রী রজনীর। প্রায় পাঁচ মিনিট কথা হয় দুজনের মধ্যে। 

রজনী জানান, তিনিই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আর্জি জানিয়েছিলেন সরকারের কাছে। সেই মোতাবেক তিনি কথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে। রজনীর দাবি, মুখ্যমন্ত্রী তাঁর স্বামীকে ফিরিয়ে আনার সবরকম চেষ্টা করছেন বলে জানিয়েছেন।

গত ২৩ এপ্রিল পঞ্জাবের ফিরোজপুরে ভুলবশত পাক সীমান্তে ঢুকে পড়েন পূর্ণম সাউ। সেই থেকে পাকিস্তানের জওয়ানদের হাতে আটক তিনি। 

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথন নিয়ে রজনী আরও বলেন, 'মুখ্যমন্ত্রী আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যের খবর নিয়েছেন। জানিয়েছেন, আমাদের কারও চিকিৎসার প্রয়োজন হলে সরকার সাহায্য করবেন।' 

রজনী আরও জানান, তিনি বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তাঁর স্বামী যে ফিরে আসবেন ও সরকারের তরফে সবরকম সাহায্য করা হবে সেই ব্যাপারে তিনি আশাবাদী।     

এর আগে বিজেপি নেতা এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও রিষড়ায় সেই বিএসএফ জওয়ানের বাড়িতে গিয়েছিলেন। আশ্বাস দিয়ে তিনি বলেন, 'ভারত সরকার যখন উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে আনতে পারে, তাহলে ওঁকে কেন পারবে না?' তিনি আরও জানান যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ফোনে পরিবারের সঙ্গে কথা বলেছেন।

Read more!
Advertisement
Advertisement