Advertisement

Maniktala By Elections: মানিকতলায় TMC প্রার্থী সুপ্তি? 'শ্রেয়া কিন্তু ঝাঁকের কই নয়,' সাধন-পত্নীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য

কলকাতার মানিকতলায় উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কাকে করা হবে? সাধন পাণ্ডের স্ত্রী না কন্যা? এই নিয়ে জল্পনা দানা বাঁধল। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি। জল্পনা ছড়িয়েছে, সুপ্তিকেই মানিকতলায় প্রার্থী করতে চায় তৃণমূল। 

সুপ্তি এবং শ্রেয়া পাণ্ডে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jun 2024,
  • अपडेटेड 6:27 PM IST
  • কলকাতার মানিকতলায় উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কাকে করা হবে?
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি।
  • জল্পনা ছড়িয়েছে, সুপ্তিকেই মানিকতলায় প্রার্থী করতে চায় তৃণমূল। 

কলকাতার মানিকতলায় উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কাকে করা হবে? সাধন পাণ্ডের স্ত্রী না কন্যা? এই নিয়ে জল্পনা দানা বাঁধল। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি। জল্পনা ছড়িয়েছে, সুপ্তিকেই মানিকতলায় প্রার্থী করতে চায় তৃণমূল। 

অন্য দিকে, সাধনের প্রয়াণের পর সক্রিয় রাজনীতিতে বরাবরই দেখা গিয়েছে কন্যা শ্রেয়াকে। শ্রেয়ার বদলে কেন সুপ্তি, এই নিয়ে আলোচনা চলছে। এই আবহে সুপ্তি এদিন বলেন, 'মা না মেয়ে, সেটা ব্যক্তিগত থাক।' অর্থাৎ, মানিকতলা থেকে কে লড়বেন, তার সোজাসুজি কোনও উত্তর দেননি সুপ্তি। তবে সুপ্তিই যে প্রার্থী হচ্ছেন, তা তাঁর আর এক মন্তব্যে ইঙ্গিত পাওয়া গিয়েছে। এদিন সংবাদমাধ্যমে সুপ্তি বলেছেন, 'আমি কিছু দিন করব। তারপরে শ্রেয়াই দেখবে।'

কিন্তু কেন শ্রেয়াকে টিকিট দেওয়া হচ্ছে না, তা নিয়ে চর্চা চলছে। শ্রেয়া যাতে ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে টিকিট পান, তা নিয়ে তৃণমূলনেত্রীর সঙ্গে একপ্রস্ত আলোচনা হয়েছে বলে এদিন সুপ্তি নিজেই তা জানিয়েছেন। বলেছেন, 'মমতা বলেছেন, ২৬টায় আমি দেখে নিই। আমি বলেছি, সেই সময় শ্রেয়ার কথা মাথায় রাখতে হবে। মমতে বলেছেন, আমার কাছে অনেক ইয়ং জেনারেশন আছে। ইয়ংদের সুযোগ দিতে চাই।' তারপরেই সুপ্তির মন্তব্য, 'শ্রেয়া কিন্তু ঝাঁকের কই নয়।'

আগামী ১০ জুলাই মানিকতলার পাশাপাশি রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ কেন্দ্রে উপনির্বাচন। ১৩ জুলাই ফল ঘোষণা। এদিন নবান্নে বৈঠক ডাকেন মমতা। বৈঠকে ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার এবং কুণাল ঘোষ। বৈঠকে ছিলেন সুপ্তিও। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সুপ্তির নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেনি তৃণমূল। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement