Advertisement

PM Ranaghat meeting: মতুয়াদের কী বার্তা মোদীর? নজরে রানাঘাটে প্রধানমন্ত্রীর সভা

শনিবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার রানাঘাটের তাহেরপুরের মাঠে জনসভা করবেন তিনি। সেই উপলক্ষে সূত্রে প্রধানমন্ত্রীর বিস্তারিত সময়সূচি জানা যাচ্ছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Dec 2025,
  • अपडेटेड 2:24 PM IST
  • শনিবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • নদিয়ার রানাঘাটের তাহেরপুরের মাঠে জনসভা করবেন তিনি।

শনিবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার রানাঘাটের তাহেরপুরের মাঠে জনসভা করবেন তিনি। সেই উপলক্ষে সূত্রে প্রধানমন্ত্রীর বিস্তারিত সময়সূচি জানা যাচ্ছে।

সময়সূচি অনুযায়ী, সকালে দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে হেলিকপ্টারে চেপে সকাল ১১টা ৫ মিনিটে রানাঘাটের হেলিপ্যাডে অবতরণ করবেন।

হেলিপ্যাড থেকে সড়কপথে তিনি সভাস্থলে যাবেন। সেখানে সকাল ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে। এরপর সড়কপথে তিনি জনসভার মাঠে পৌঁছবেন। সকাল ১১টা ৫৫ মিনিটে সভাস্থলে পৌঁছনোর কথা রয়েছে তাঁর। সেখানে দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জনসভা শেষ হওয়ার পর নির্ধারিত হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে তিনি কলকাতা বিমানবন্দরে ফিরবেন। সেখান থেকে বায়ুসেনার বিমানে করে তিনি রওনা দেবেন অসমের গুয়াহাটির উদ্দেশে।

আজ, শুক্রবার বিজেপি রাজ্য সভাপতি বিকেল ৫টা নাগাদ মোদীর সভাস্থল পরিদর্শন করতে যাবেন। খতিয়ে দেখবেন প্রস্তুতি। রাজ্য বিজেপির লক্ষ্য, রানাঘাটের তাহেরপুরের জনসভায় নাগরিকত্ব ও মতুয়াদের ভোটাধিকার নিয়ে সুনির্দিষ্ট কোনও বার্তা দিন প্রধানমন্ত্রী। আর তাই রাজ্য বিজেপির তরফে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের ‘টকিং পয়েন্টে’র সিংহভাগই এসআইআর, মতুয়া ভোট এবং সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি দেওয়া হয়েছে বলে সূত্রে খবর। 

 

Read more!
Advertisement
Advertisement