Advertisement

Winter in Bengal: রাজ্যে হু হু করে নামবে তাপমাত্রা, বাড়বে শীত; কবে থেকে? আপডেট

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের আমেজ ভরপুর মালুম করা যাচ্ছে। পুরোদস্তুর শীর এসে গেছে, একথা বলা যেতেই পারে। ১২.৮ ডিগ্রিতে নেমে গেছে বর্ধমানের পারদ। বাঁকুড়ার তাপমাত্রা ১৩.৮ ডিগ্রিতে। ১৫ ডিগ্রির নীচে বীরভূম, জলপাইগুড়ি, কোচবিহার। এগোচ্ছে কলকাতাও।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Dec 2023,
  • अपडेटेड 3:01 PM IST
  • কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের আমেজ ভরপুর মালুম করা যাচ্ছে।
  • পুরোদস্তুর শীর এসে গেছে, একথা বলা যেতেই পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের আমেজ ভরপুর মালুম করা যাচ্ছে। পুরোদস্তুর শীর এসে গেছে, একথা বলা যেতেই পারে। ১২.৮ ডিগ্রিতে নেমে গেছে বর্ধমানের পারদ। বাঁকুড়ার তাপমাত্রা ১৩.৮ ডিগ্রিতে। ১৫ ডিগ্রির নীচে বীরভূম, জলপাইগুড়ি, কোচবিহার। এগোচ্ছে কলকাতাও। আগামী ৪৮ ঘণ্টায় ১৫ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। 
আপাতত বৃষ্টির সম্ভাবনা আর নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। 

আজ, রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সব প্রান্তেই সব জেলা ঢেকে গিয়েছে ঘন কুয়াশার চাদরে। এই পরিস্থিতি আগামী কয়েকদিন চলবে। আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে  উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মঙ্গল, বুধবার নাগাদ দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

হাওয়া অফিস এদিন দুপুরে জানিয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। রাতের তাপমাত্রা কত ২৪ ঘন্টা ১৭ ডিগ্রির কাছাকাছি ছিল। আগামী ২৪ ঘণ্টায় আরো দু ডিগ্রী কমে ১৫ ডিগ্রীর কাছাকাছি নামার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকভাবে আরো দু-তিন ডিগ্রি কম থাকবে ১২ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা।

উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে আগামী পাঁচ দিন। দার্জিলিং কালিম্পং দু-এক জায়গায় তুষারপাতের সম্ভাবনা থাকছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement