পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৯টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে তাপমাত্রা কমার পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু উপকূলে আঘাত হানার সম্ভাবনা। এর প্রভাব পড়বে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও, রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে, বুধবার থেকে ফের শীতের দাপট শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দার্জিলিং ও কালিম্পঙের উচ্চভূমিতে বৃষ্টি এবং সিকিমে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি সিকিম সংলগ্ন দার্জিলিঙের উঁচু এলাকাগুলিতেও বরফ পড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। এতে পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবার ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪১-৮২ শতাংশের মধ্যে ওঠানামা করছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির কারণে শীতের আগমন সামান্য দেরি হলেও, উত্তরবঙ্গে ক্রমশ শীতের দাপট বাড়বে। দার্জিলিং ও সিকিমের তুষারপাত এবং তাপমাত্রার পতন রাজ্যের শীতপ্রীতি মানুষের জন্য আনন্দের বার্তা আনছে। আগামী সপ্তাহ থেকে শীতের পারদ আরও নিচে নামতে পারে।