Advertisement

Hooghly: ম্যাট্রিমনি সাইটে প্রোফাইল খুলে ৪২ লক্ষ টাকার প্রতারণা, ধৃত ২

Hooghly: ম্যাট্রিমনি সাইটে ভুয়ো প্রোফাইল খুলে প্রতারণার অভিযোগ এখন অসংখ্য। সেরকমই এক ঘটনা ঘটে গেল হুগলিতে। ম্যাট্রিমনি সাইটে ফেক আইডি বানিয়ে ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রতারণা হুগলির তরুণীকে।

ম্যাট্রিমনি সাইটে প্রতারণাম্যাট্রিমনি সাইটে প্রতারণা
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা,
  • 12 Jul 2025,
  • अपडेटेड 3:11 PM IST
  • ম্যাট্রিমনি সাইটে ভুয়ো প্রোফাইল খুলে প্রতারণার অভিযোগ এখন অসংখ্য।

ম্যাট্রিমনি সাইটে ভুয়ো প্রোফাইল খুলে প্রতারণার অভিযোগ এখন অসংখ্য। সেরকমই এক ঘটনা ঘটে গেল হুগলিতে। ম্যাট্রিমনি সাইটে ফেক আইডি বানিয়ে ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রতারণা হুগলির তরুণীকে। ৪২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই। অধরা মূল অভিযুক্ত। ধৃতদের মধ্যে অভিষেক রায়ের বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর এবং কলকাতায় গড়িয়া এলাকায় একটি ফ্ল্যাটও আছে তার। অন্যজন জাহির আব্বাস, বাড়ি হুগলির খানকুলে।

হুগলি সাইবার ক্রাইম থানায় এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন হুগলির গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। তিনি বলেন, হুগলিতে এই ধরনের প্রতারণা এই প্রথম। তিনি জানান গত ২৬ মে হুগলির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। ম্যাট্রিমনিতে এক ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয় হুগলির ওই তরুণীর। সম্পর্ক পরিনতির দিকে এগিয়ে নিয়ে যান ওই তরুণী ও তাঁর পরিবার। চলতি বছরের জানুয়ারী মাসে ওই ব্যবসায়ী তরুণীকে জানান, তার চালের ব্যাবসায় জিএসটি সংক্রান্ত বিষয়ে ব্যবসায়িক সমস্যা দেখা দিয়েছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। খুব টাকার প্রয়োজন। এর পর ধাপে ধাপে মোট পাঁচটি অ্যাকাউন্টে ৪২ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে হুগলির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। তারপরেই তদন্তে নামে পুলিশ।

প্রতারণার সঙ্গে যুক্ত দুজনকে এক সপ্তাহে আগে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল ফোন, একাধিক এটিএম কার্ড এবং ব্যাঙ্কের পাস বুক। পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছয় লক্ষ টাকা। মূল অভিযুক্তকে জালে আনতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানিয়েছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ম্যানেজার হিসাবে তরুণী ও তাঁর পরিবারকে পরিচয় দিয়েছিল ওই প্রতারক। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর অভিযুক্ত তার ম্যাট্রিমনি প্রোফাইলটি ডিলিট করে দেয়। মূল অভিযুক্তের খোঁজ চলছে। এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। 

Advertisement

রিপোর্টারঃ রাহি হালদার
 

Read more!
Advertisement
Advertisement