Advertisement

বছরে ২ বার 'দুয়ারে সরকার', 'দুয়ারে রেশন' শীঘ্রই; ঘোষণা মমতার

একুশের বিধানসভা নির্বাচনের আগে 'দুয়ারে সরকার'প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই প্রকল্পের জেরে নির্বাচনে অনেকটা সুবিধে করতে পেরেছিলেন তৃণমূল নেত্রী। সেই প্রকল্পকেই হাতিয়ার করলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • ঝাড়গ্রাম ,
  • 09 Aug 2021,
  • अपडेटेड 3:34 PM IST
  • একুশের বিধানসভা নির্বাচনের আগে 'দুয়ারে সরকার'প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এই প্রকল্পের জেরে নির্বাচনে অনেকটা সুবিধে করতে পেরেছিলেন তৃণমূল নেত্রী
  • সেই প্রকল্পকেই হাতিয়ার করলেন তিনি

একুশের বিধানসভা নির্বাচনের আগে 'দুয়ারে সরকার'প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই প্রকল্পের জেরে নির্বাচনে অনেকটা সুবিধে করতে পেরেছিলেন তৃণমূল নেত্রী। সেই প্রকল্পকেই হাতিয়ার করলেন তিনি। সোমবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে তাঁর ঘোষণা, বছরে ২ বার করে 'দুয়ারে সরকার' হবে। 

ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় 'দুয়ারে রেশন' প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। সোমবার ঝাড়গ্রামের সভা থেকে তাঁর ঘোষণা আগামী ১ বা ২ মাসের মধ্যে 'দুয়ারে রেশন' প্রকল্প চালু হবে। এই প্রকল্পে গ্রাহকদের ঘরে ঘরে রেশন পৌঁছে দেবে রাজ্য সরকার। 'দুয়ারে সরকার' ও 'দুয়ারে রেশন' প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'বছরে ২ বার করে 'দুয়ারে সরকার প্রকল্প চলবে। রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। চালু হবে ১৬ অগাস্ট। পরবর্তী ১ মাস চলবে। যারা এই সুবিধা আগে পাননি, তাঁরা নাম নথিভুক্ত করাবেন। এছাড়াও আমাদের সরকার 'দুয়ারে রেশন' প্রকল্পের কথা ঘোষণা করেছিল। আমরা কাজ শুরু করে দিয়েছি। আগামী ১ বা ২ মাসের মধ্যে তাও চালু হয়ে যাবে।'

আরও পড়ুন : টিকি কেটে দিয়েছে নাপিত, থানায় অভিযোগ দায়ের পুরোহিতের!

আদিবাসীদের জমি হস্তান্তর নিয়ে রাজ্য সরকার আইন তৈরি করেছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী গোটা দেশে এই আই প্রণয়নের পক্ষে সওয়াল করেন। বলেন, 'আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এই আইন তৈরি করেছে সরকার। সারা দেশেও এই আইন প্রণয়ন করা হোক। আদিবাসীদের জন্য আলাদা দফতর তৈরি করেছি আমরা। সেখান থেকেই সব কাজ হচ্ছে।'  

প্রসঙ্গত, তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম ঝাড়গ্রাম সফলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আদিবাসী দিবসে যোগ দিয়ে আদিবাসী মহিলাদের নাচের তালে পা মেলান তিনি। বাজান ধামসাও। 

Advertisement

আরও পড়ুন : 'অভিষেকের প্রাণ সংশয় রয়েছে', চাঞ্চল্যকর দাবি মমতার

সভামঞ্চ থেকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আবহাওয়া ঠিক থাকলে আগামিকাল তিনি ঘাটাল পরিদর্শনে যাবেন বলেও জানান। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement