রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR-এর কাজ শুরু হওয়ার পর ভারত-বাংলাদেশ সীমান্তগুলি দিয়ে নিজেদের দেশে ফিরে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে বাংলাদেশি নাগরিকদের। এদের বেশিরভাগই অনুপ্রবেশকারী। অনেকে আবার বৈধ ভিসা নিয়ে এদেশে চিকিৎসার জন্য এসে থেকে গিয়েছিলেন। অনেকের ভারতীয় ভোটার, আধার কার্ড পর্যন্ত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রায় প্রতিনিয়ত সীমান্তবর্তী জেলাগুলিতে ধরা পড়ছে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। এরমধ্যে শীর্ষে রয়েছে মুর্শিদাবাবাদ, মালদহ ও নদিয়া জেলা। বুধবার, ২৪ ডিসেম্বর রাতে গোপন সূত্রে খবর পেয়ে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।