Operation Sindoor র পর সারা দেশের কাছে খুবই পরিচিত নাম Colonel Sofia Qureshi। এই মহিলা সেনা আধিকারিক মন জয় করে নিয়েছেন গোটা দেশবাসীর। আর এবার Paschim Bardhaman জেলার পাণ্ডবেশ্বরে এক দেশপ্রেমমূলক পদযাত্রায় আবেগঘন মুহূর্ত সৃষ্টি করল এক নবজাতিকা। TMC র উদ্যোগে আয়োজিত ওই বিশেষ অনুষ্ঠানে, Pahalgam শহিদদের স্মরণে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে সম্মান জানাতে নজর কাড়ে ১১ দিনের এক শিশুকন্যার উপস্থিতি। নাম সোফিয়া তৌফিক। ওই শিশুর জন্ম হয় ৭ মে। সম্প্রতি ভারতীয় বায়ুসেনা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জিহাদি ঘাঁটিতে হামলা চালায়। সেই ঘটনা দেশের সামনে নিয়ে আসেন কর্নেল সোফিয়া কুরেশি। আর তাঁর নামেই নামকরণ হল নবজাতিকার। বাহুলা বাজারে অনুষ্ঠিত ওই র্যালিতে শতাধিক তৃণমূল কর্মী ও স্থানীয় বাসিন্দারা জাতীয় পতাকা ও দেশাত্মবোধক স্লোগান নিয়ে অংশ নেন। তবে সকলের দৃষ্টি আকর্ষণ করে ছোট্ট সোফিয়া ও তাঁর মা।