ইস্টার্ন কোল্ড ফিল্ডের আওতায় রাজ্যে 7 টি ও ঝাড়খণ্ডে 9 টি স্কুল রয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই স্কুলগুলিতে শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে না। কোনও শিক্ষকের বেতন বকেয়া রয়েছে 10 মাস, কারও আবার 7 বছর। দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে প্রায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বেতন না পাওয়া শিক্ষকদের। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সোমবার, 31 জুলাই মামলাটি শুনানির জন্য ওঠে। এই মামলার নথি খতিয়ে দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় অবিলম্বে শিক্ষকদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। মামলার শুনানি চলাকালীন ইস্টার্ন কোলফিল্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে আদালত। ইস্টার্ন কোলফিল্ডের উদ্দেশে ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন, 'দেশে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করা হচ্ছে আর শিক্ষকদের এই অবস্থা? কোনও সভ্য নাগরিক এটা সহ্য করতে পারে?'