মালদহে অভিষেক ব্যানার্জির সভায় উপস্থিত বাংলাদেশ ফেরত পরিযায়ী শ্রমিকরা। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগে এবার সরব হন অভিষেক। বৃহস্পতিবার দুপুরে মালদা সফরে এসে পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের কাছ থেকে একের পর এক নির্যাতনের অভিযোগ শোনেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।