ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে দাঁড়াতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। নিজেই উস্কে দিলেন সেই জল্পনা। দল বললে তিনি নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ আসন থেকেও দাঁড়াতে রাজি আছেন, বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, 'এটা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়। তৃণমূলের উপর ছেড়ে দিন। দল আমাকে যেভাবে কাজে লাগাবে, সেভাবে কাজ করব। দল যদি বলে, নন্দীগ্রামে দাঁড়াতে, দাঁড়াব। যদি বলে, দার্জিলিংয়ে দাঁড়াতে, তাহলেও সেটাই করব। অন রেকর্ড বলছি।'