স্বাস্থ্যশিবিরে হন্নেহন্নে হয়ে ঘুরে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখছেন কোথায় কী চলছে, কোথায় কারা কী দায়িত্বে রয়েছেন সবকিছু। স্বাস্থ্যশিবিরে যাঁরা আসছেন তাঁরা ঠিক মত সুবিধা পাচ্ছেন কিনা। তাঁকে নিয়ে বিরোধীরা যে নানা মন্তব্য করেন যে তিনি নাকি যুবরাজ, মাটিতে পা পড়ে না, স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমানে চলে বিদেশে যান, কত কিছুই না শোনা যায়। তবে এখানে তো একেবারেই অন্য ছবি। সাধারণ মানুষের মত এদিকে ওদিক হেঁটে বেড়াচ্ছেন তিনি। কারোর কোনও অসুবিধা হচ্ছে কিনা সেটাও দেখছেন। সাধারণ জনতার মতো হেল্থ ক্যাম্পে দাঁড়িয়ে রয়েছেন তিনি।