'একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্রকে বাংলাকে কালিমালিপ্ত করা হয়েছে। আরজি করের যে ঘটনা ঘটেছিল আমি প্রথমদিন থেকে তার নিন্দা করেছি। আমি প্রথম দিন থেকেই বলেছি যারা এই ঘটনা ঘটায় তাদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই'।
শনিবার আমতলায় ডক্টর্স কনভেনশন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই উঠে এল আরজি কর প্রসঙ্গ। অভিষেক বলেন,'সামাজিক অপরাধ ধর্ষণকে রুখতে হলে একমাত্র উপায় কঠোর আইন। রাজ্য সরকার বিল করেছে। কিন্তু দু’মাস ধরে রাষ্ট্রপতির কাছে সেটা আটকে আছে। কেন্দ্রীয় সরকার চাইলে এটা আইনে পরিণত করতেই পারে।'