সরকারের সঙ্গে ডাক্তার কোনও দূরত্ব নেই। প্রতিবাদ করার অধিকার সকলের আছে। যে দাবি গুলো নিয়ে প্রতিবাদ করেছে মুখ্যমন্ত্রী তো জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসেছে। রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব একাধিক বার বসেছেন। তাঁদের অনেক দাবি গুলোকে মান্যতা দেওয়া হয়েছে। আমার সঙ্গে কেউ যদি বসতে চায় আমি বারবার হাত বাড়িয়ে দিয়েছি। সরকারের সঙ্গে ডাক্তারদের দূরত্ব নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলছেন যে সরকারের সঙ্গে ডাক্তার কোনও দূরত্ব নেই।