'কোনও অপরাধের সঙ্গে যুক্ত থাকলে ধর্ম-জাত নির্বিশেষে সে অপরাধী। অপরাধীর কোনও রাজনৈতিক দল হয় না'। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে প্রতিক্রিয়া অভিষেকের। সেই সঙ্গে দলে গোষ্ঠীদ্বন্দ্বের কথাও প্রকারন্তরে মেনে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বললেন,'রাজনৈতিক দল বড় হলে এসব ঘটে'।