মেদিনীপুরে স্যালাইন-কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন,'কারও কোনও গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। মানুষের প্রাণের চেয়ে মূল্যবান এই পৃথিবীতে কিছু নেই। মানুষের জীবন মণিমুক্তোর মতো হওয়া উচিত। কোনও গাফিলতির কারণে প্রসূতির মৃত্যু হলে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যা সমাজে তা দৃষ্টান্ত হিসেবে থাকে। এর পুনরাবৃত্তি যেন না হয়'।