তৃতীয় বারের জন্য মোদি সরকার ক্ষমতায় আসার পর আদানির সম্পত্তি নিয়ে রীতিমতো বিরোধীদের তির সবসময় উঠেছে কেন্দ্রীয় সরকারের ওপরে। আর মোদি সরকার নাকি এই সব শিল্পপতিদের সাহায্য করেছে বলে বার বার দাবি উঠে এসেছে। কিন্তু এবার যে ঘটনা সামনে এলো তাতে বলা যেতেই পারে রাতারাতি গৌতম আদানি আর ভাইপো দেশের সর্বনাশ করে পালিয়ে গেল। বিরোধী এক নেতা অভিযোগ করছেন যে আদানিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসা করুন। শেষে দেখবেন নরেন্দ্র মোদির নাম বোরোবে। তার মানে তিনি বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী আদানির সঙ্গে দুর্নীতিতে যুক্ত? এই প্রশ্নটা কিন্তু বেশ জোরাল হয়েছে।