'আমাদের পশ্চিমবঙ্গে একদিকে থাকে দেশি বাঙালি, আর একদিকে রিফিউজি বাঙালি। সেই সঙ্গে নেপালি, আদিবাসী বাঙালিও থাকে। বহরমপুরি আবার সুজাপুরি বাঙালিও আছে। আমি নিজে রিফিউজি। আমার মা-বাবা থাকতেন চট্টগ্রামে'। হরিয়ানার পানিপথে পরিযায়ী শ্রমিকদের মাঝে অধীর চৌধুরী।