'খোকাবাবুর নির্দেশে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ করেছিলেন শান্তনু সেন। সেজন্য তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। খোকাবাবুর দলের লোককে দিদি কোতল করবেন এবার'। বিস্ফোরক দাবি কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি নিয়ে অধীরের বক্তব্য,'শৃঙ্খলার নামে খোকাবাবুকে কোণঠাসা করতে চান। যাতে দিদির উপর কেউ কথা বলতে না পারেন'।