বীরভূমের কাঁকরতলায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় এফআইআরে নাম রয়েছে ২৭ জনের। এখনও পর্যন্ত গ্রেফতার ১ অভিযুক্ত। অধরা মূল অভিযুক্ত তৃণমূল সমর্থক শেখ কালো। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর প্রতিক্রিয়া,'বীরভূমে দুটো গোষ্ঠী। দিদি কেষ্টর পক্ষে। খোকাবাবু আর একজনের পক্ষে। সবাই জানে। এটা পিসি বনাম ভাইপোর লড়াই। একদিকে দিদির গোষ্ঠী, আর একদিকে খোকাবাবুর গোষ্ঠী'।