'কংগ্রেস মোকাবিলা করবে। চিন্তার কারণ নেই। মস্তানি মানব না। এই তো আমার পার্টি অফিসে কেউ আসুক না! প্রদেশ কংগ্রেস দফতরে পাহারার ব্যবস্থা করুন। যে মস্তান করেছে এটা, তাকে পুলিশ গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চলুক'। বিধানভবনে বিজেপি নেতা রাকেশ সিংয়ের দলবল নিয়ে হামলার ঘটনায় প্রতিক্রিয়া দিলেন অধীর চৌধুরী।