'ভারতের রাজনীতির সবার আগে অনুপ্রবেশকারী তত্ত্ব এনেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। অটলবিহারী বাজপেয়ীর সরকারে থাকার সময়ে তিনিই প্রথম অনুপ্রবেশকারী ভোটার তত্ত্বের জননী। এখন তিনিই অনুপ্রবেশকারীদের পক্ষে সওয়াল করছেন। বাংলাভাষী ও বাংলাদেশিকে মিলেমিশে একেকার করে দিয়েছেন মমতা'। দাবি করলেন অধীর চৌধুরী।