'বাংলার মুখ্যমন্ত্রী এখন ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ পাঠাবেন। তা জগন্নাথের প্রসাদ খেয়ে কি পেট ভরবে? আমাদের শিল্প, কর্মসংস্থান দরকার। খালি ভোটের রাজনীতির জন্য ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে এই দুই দল'। প্রতিক্রিয়া অধীর চৌধুরীর।