'সন্ত্রাসবাদীরা হিন্দু-মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চেয়েছিল। এটা জঙ্গিদের পুরনো স্টাইল'। শুক্রবার এই দাবি করলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। তাঁর কথায়,'যখন দেশজুড়ে হিন্দু মরেছে, হিন্দু মরেছে আলোচনা চলছে, সেই সময় মুসলিম জওয়ান ঝন্টু আলি শেখ শহিদ হয়েছেন'।