বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। বাংলার মানুষের ঢল নামবে এই যাত্রায়। সেই নিয়ে আশা রাখছে কংগ্রেস হাই কমান্ড। বুধবার রাতে কোচবিহারের বক্সিরহাটে মঞ্চ পরিদর্শন করতে আসেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সেখানে এসে একদিকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা নিয়ে যেমন তিনি আশাবাদী, ঠিক তেমনই ইন্ডিয়া জোট প্রসঙ্গকে তিনি সুকৌশলে এড়িয়ে গিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অসম থেকে কোচবিহারে আসবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁকে স্বাগত জানাতে বক্সিরহাটে মঞ্চ বাঁধার কাজ করছে কংগ্রেস, বলে জানান অধীর চৌধুরী৷ তিনি বলেন, খবরের রসদ তৈরি করার জন্য এখানে তিনি আসেনি। ন্যায় যাত্রা ঘিরে যথেষ্ট উৎসাহী বাংলার মানুষ, সেই কথাই বলছেন অধীর চৌধুরী।