'ইদের সময় ইদগাহগুলিতে আলো দিয়ে সাজিয়ে দেননি আপনি। বিদ্যুতের বিল কমানোর কথা বলেছিলাম'। দুর্গাপুজোয় অনুদান নিয়ে মমতাকে আক্রমণ অধীর চৌধুরীর। বললেন,'বাংলায় লক্ষ লক্ষ দুর্গোপুজো হয়। সবাইকে দিতে পারছেন না। ৭ লক্ষ ৩১ হাজার কোটি টাকার ঋণ পশ্চিমবঙ্গের মাথায়। কোন মুখে মানুষের করের টাকায় দানছত্র করবেন?'